• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

তীব্র শীতে নীলফামারীতে দুইদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

  • ''
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

তীব্র শীতে নীলফামারীতে দুইদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলায় মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৩ ও ২৪ তারিখ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বিরাজ করায় সকল বিদ্যালয় বুধবার ও বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বন্ধ ঘোষনা করা হয়েছে।

নীলফামারীতে তাপমাত্রা উঠানামা করায় মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (২৪ জানুয়ারী) সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও বাতাসের আদ্রতা রয়েছে ৯৫ শতাংশ।

 মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ছিল ২১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস কমবেশী হয়েছে।  

জেলার সৈয়দপুর বিমান বন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,  বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার উঠানামা ও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় বিদ্যালয়গামী শিশুরা পড়েছে বিপাকে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসে ২৪ দিনের মধ্যে ৭ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। এরমধ্যে গত ২ জানুয়ারি জেলার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ২, পরদিন ৩ জানুয়ারি ৯ দশমিক ২, এরপর ৪ জানুয়ারি ছিলো ৯ দশমিক ২। কয়েকদিন বিরতি দিয়ে ফের ১৩ জানুয়ারি ছিলো ৯ দশমিক শুন্য ডিগ্রি, পরে ২২ জানুয়ারি ৮ দশমিক ৮, ২৩ জানুয়ারি ৮ দশমিক ৬ ও আজ ২৪ জানুয়ারী ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads